
Shadow Box
মানুষের জীবনে কিছু বিশেষ দিন থাকে, যেগুলো সে সারাজীবন মনে রাখতে চায় কিংবা দিনটিকে স্মরণীয় করে রাখতে চায়। এনিভারসারি বা বিবাহবার্ষিকী হলো এমনই একটা দিন। কিছু মানুষ তো নিজের জন্মদিন ভুলে গেলেও এনিভারসারি কোনোভাবেই ভুলবে না। জন্মদিন একজন মানুষের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু এনিভারসারি দুইটা মানুষের সাথেই সম্পর্কযুক্ত। দুটি মানুষের কাছেই দিনটি স্পেশাল। আর তাই স্পেশাল দিনটিকে আরো স্পেশাল করতে আমাদের এনিভারসারির বেস্ট আইটেম হলো "শ্যাডো বক্স"।
শ্যাডো বক্স- নামেই যেন এটির পরিচয়। এটি এমন একটা বক্স, যেটি আপনার জীবনের কিছু স্পেশাল মুহুর্তের স্মৃতির ছায়া বা শ্যাডো হয়ে থাকবে। যতবার এই শ্যাডো বক্সের দিকে আপনি তাকাবেন, আপনি ফিরে যাবেন যেন সেদিনের সেই স্মৃতিমাখা দিনে। বিশেষ দিনের বিশেষ স্মৃতি, সাথে বিশেষ তারিখও যোগ করার সুযোগ থাকছে এই শ্যাডো বক্সে। এনিভারসারির বিশেষ দিনে যখনই আপনি আলো ঝলমলে শ্যাডো বক্সের দিকে তাকাবেন, আপনি ফিরে যাবেন আপনার বিয়ের সেই দিনে, যেদিন ছিলো দুটি লাজুক মানুষের লাজুক দৃষ্টি, নতুন জীবনে পদার্পনের প্রতি ছিলো এক অন্যরকম অনুভূতি৷ এসব বিশেষ দিনগুলো কে ই বা সারাজীবন মনে রাখতে না চায় বলুন?
এনিভারসারিতে বাজারে হাজারটা পণ্য আছে নিজের প্রিয়জনকে উপহার দেওয়ার মতো। কিন্তু অধিকাংশ উপহারই ক্ষণস্থায়ী। কিন্তু এই শ্যাডো বক্স হলো চিরস্থায়ী একটি প্রোডাক্ট। তাই এটিকে Best Anniversary Gift ও বলা হয়ে থাকে।
শ্যাডো বক্স- নামেই যেন এটির পরিচয়। এটি এমন একটা বক্স, যেটি আপনার জীবনের কিছু স্পেশাল মুহুর্তের স্মৃতির ছায়া বা শ্যাডো হয়ে থাকবে। যতবার এই শ্যাডো বক্সের দিকে আপনি তাকাবেন, আপনি ফিরে যাবেন যেন সেদিনের সেই স্মৃতিমাখা দিনে। বিশেষ দিনের বিশেষ স্মৃতি, সাথে বিশেষ তারিখও যোগ করার সুযোগ থাকছে এই শ্যাডো বক্সে। এনিভারসারির বিশেষ দিনে যখনই আপনি আলো ঝলমলে শ্যাডো বক্সের দিকে তাকাবেন, আপনি ফিরে যাবেন আপনার বিয়ের সেই দিনে, যেদিন ছিলো দুটি লাজুক মানুষের লাজুক দৃষ্টি, নতুন জীবনে পদার্পনের প্রতি ছিলো এক অন্যরকম অনুভূতি৷ এসব বিশেষ দিনগুলো কে ই বা সারাজীবন মনে রাখতে না চায় বলুন?
এনিভারসারিতে বাজারে হাজারটা পণ্য আছে নিজের প্রিয়জনকে উপহার দেওয়ার মতো। কিন্তু অধিকাংশ উপহারই ক্ষণস্থায়ী। কিন্তু এই শ্যাডো বক্স হলো চিরস্থায়ী একটি প্রোডাক্ট। তাই এটিকে Best Anniversary Gift ও বলা হয়ে থাকে।